বিশালগড়ঃ সংখ্যালঘু অংশের মানুষকে অশিক্ষার অন্ধকারে রাখার অপচেষ্টা হয়েছে। বিগত সময়ে শিক্ষার আলো প্রস্ফুটিত হতে দেওয়া হয়নি সংখ্যালঘু এলাকায়। বর্তমানে সংখ্যালঘু অংশের মানুষদের সুশিক্ষার আলোকে আলোকিত করা হবে। বিশালগড়ে সংখ্যালঘু এলাকায় গিয়ে এই কথাগুলো বললেন বিধায়ক সুশান্ত দেব। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক ন্যায় সপ্তাহের অংগ হিসাবে বিশালগড়ের উত্তর রাউতখলা এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্য সামগ্রী বিতরন কর্মসূচী পালন করা হয়। বিশালগড়ের উত্তর রাউৎখলা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। বিগত নির্বাচনে বিশালগড়ে সংখ্যালঘু অংশের মানুষের সমর্থন পেয়েছে বিজেপি। অনুষ্ঠানে রাউৎখলা সহ বিশালগড়ের সংখ্যালঘু অংশে শিক্ষার প্রসারের অঙ্গীকার গ্রহণ করেন বিধায়ক সুশান্ত দেব। তারই সাথে বিশালগড়ে অর্থের অভাবে কোন শিশুকে শিক্ষার আলো থেকে দূরে রাখা হবে না। এমন অবস্থায় সেই পরিবারের পাশে থাকবে বিশালগড়ের বিধায়ক।