এবার এক প্রতারককে জালে তুলে আদালতে পাঠালো ধর্মনগর থানার পুলিশ।ধৃত প্রতারকের নাম অভিরূপ চৌধুরী পিতা অনিরুদ্ধ নারায়ণ চৌধুরী। বাড়ি ধর্মনগর থানা লাগোয়া বিবিআই স্কুল মাঠের পাশে।জানা গেছে, ধর্মনগর শহর সহ আশপাশের বহু মানুষের সাথে প্রতারণা করে আসছিল সে। সোমবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ সন্দীপ পাল নামের এক যুবক অভিরূপ চৌধুরীর বাড়িতে গিয়ে তার পাওনা টাকা ফেরত চাইলে তাকে লাঠি দিয়ে মারধার করা হয় বলে অভিযোগ।সেই সময় সন্দীপকে বাঁচাতে তার এক দাদা গৌরব কান্তি ধর এগিয়ে এলে তাকেও মারধর করে অভিরূপ বলে অভিযোগ।এমনকি বাড়ি পালিত একটি কুকুরকে তাদের উপর ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।পরবর্তীতে আহত দুই ভাই একজোট হয়ে ধর্মনগর থানায় অভিযোগ জানালে তাকে আটক করে পুলিশ।এই খবর চাউর হতেই একে একে আরও বেশ কয়েক জন ব্যক্তি থানায় জড়ো হন। সকলেই জানিয়েছেন,বহু দিন যাবৎ কারো কাজ থেকে লোণ দেওয়ার নাম করে ১২-১৮ হাজার টাকা নিয়েছে অভিরূপ।আবার কারো কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করে, ১৬,৯,৭ হাজার টাকার বিনিময়ে ব্যাংকের চেক দিয়ে প্রতারনা করেছে সে।যা পরবর্তীতে ব্যাংকে জমা দিলে বাউন্স হয়ে যায় বাতিল হয়ে যায়।সকলে মিলে একযোগে ধর্মনগর থানায় অভিরূপের বিরুদ্ধে মামলা দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে ধর্মনগর থানার পুলিশ ভারতীয় দন্ডবিধির ৪১৭/৪২০/৩২৫/৩০৭ এবং এনআই ১৩৮/১৮৮/ ধারায় মামলা রুজু করেছে। এদিকে ধৃত প্রতারককে বুধবার সকালে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ সোপর্দ করা হয়।