Home BREAKING NEWS সিপিএমের জামানা নেই, নায়কের ভুমিকায় মন্ত্রী

সিপিএমের জামানা নেই, নায়কের ভুমিকায় মন্ত্রী

by News On Time Tripura
0 comment

ফটিকরায়ঃ

এখন আর সিপিএম এর জামানা নাই, সিপিএম ক্ষমতায় আসেনি। তাই এইসব ভুলে যান। আমাকে জনগন ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে মজা করার জন্য না। জনগনের জন্য কাজ করতে এসেছি।

বয়স অনেকটাই কম। দ্বিতীয় বারের মত বিধায়ক হয়েছেন এবং প্রথম বার মন্ত্রী। আর মন্ত্রী হবার পরই একেবারে নায়ক সিনেমার মত মাঠে নেমেছেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। কুমারঘাট পুর্ত দপ্তরে গিয়ে কর্মচারোদের মধ্যে অনিয়মিত উপস্থিতি এবং কর্ম সংস্কৃতির অবনমন দেখে এক প্রকার চটে যান মন্ত্রী। এবং সোজা সাপ্টা বলেন মানুষের জন্য কাজের জন্য আপনারা নিযুক্ত , মানুষের কাজে কোন প্রকার খামখেয়ালি এবং গাফিলতি বর্দাস্ত করা হবে না। সোমবার কুমারঘাট পূর্ত  দপ্তর,  ডি ডব্লিউ এস সাব ডিভিশন, ওয়াটার রিসোর্স, ইলেকট্রিক্যাল সার্কেল অফিস সহ পাঁচটি সরকারি অফিস পরিদর্শনের জান ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।  অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন তিনি এই বিষয়গুলো মুখ্যমন্ত্রীর গোচরে নেবেন।

You may also like