কর্নাটকে ভোট ১০ মে , ১৩ মে ফল ঘোষণা,
কর্নাটক: কর্নাটকে ঘোষণা হয়ে গেল বিধানসভা ভোটের দিনক্ষণ। আগামী ১০ মে এক দফায় ভোট হবে দক্ষিণের রাজ্যে। ১৩ মে ফলঘোষণা। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফার ১২৪টি এবং ৯৩ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আগের বার বিধানসভা ভোটে ১১৯টি আসন একা জিতেছিল বিজেপি। অন্য দিকে, কংগ্রেস পেয়েছিল ৭৫টি আসন, জোটসঙ্গী জেডিএস পেয়েছিল ২৮টি আসন।