Home BREAKING NEWS সক্রিয় রাজনীতিতে সুষমা কন্যা

সক্রিয় রাজনীতিতে সুষমা কন্যা

by News On Time Tripura
0 comment
দিল্লী

দিল্লিঃ দিল্লি বিজেপির লিগ্যাল সেলের সহ-আহ্বায়ক (Co-Convener of Delhi BJP Legal Cell) নিযুক্ত হলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের (Sushma Swaraj) কন্যা বাঁশুরি স্বরাজ ( Bansuri Swaraj)। সুপ্রিম কোর্টের প্যানেলভুক্ত আইনজীবী বাঁশুরি। পেশাদার আইনজীবী হিসেবে গত দেড় দশক কাজ করছেন। এর আগে আইনজীবী হিসেবে গেরুয়া শিবিরকে সাহায্য করলেও এই প্রথম দলের কোনও পদে অভিষিক্ত হলেন সুষমাকন্যা। পদপ্রাপ্তির চিঠি পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ধন্যবাদ জানিয়েছেন বাঁশুরি।শুক্রবার দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব চিঠি দিয়ে বাঁশুরিকে লিগ্যাল সেলের সহ-আহ্বায়ক পদে নিযুক্ত হওয়ার কথা জানান। পদপ্রাপ্তিতে উচ্ছ্বসিত সুষমাকন্যা। তাঁকে দিল্লি বিজেপির গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করায় নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা, বি এল সন্তোষ এবং বীরেন্দ্র সচদেবকে টুইট করে ‘কৃতজ্ঞতা’ জানিয়েছেন বাঁশুরি। এইসঙ্গে বাঁশুরি দাবি করেছেন, তিনি আগেও আইনি বিষয়ে দলকে সাহায্য করেছেন। বলেন, “এটা ঠিক যে আমাকে আনুষ্ঠানিকভাবে দিল্লি বিজেপির আইন বিভাগের সহ-আহ্বায়ক নিযুক্ত করায় আরও সক্রিয়ভাবে দলকে সেবা করতে পারব।”

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato