তেলিয়ামুড়াঃ
পাগলা কুকুরের কামরে আহত ও রক্তাক্ত শিশু, মহিলা সহ মোট ৯ জন! এলাকায় তীব্র আতঙ্ক! ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার ও শর্মা ক্যাম্প এলাকায় রবিবার বিকালে।
জানা গেছে, রবিবার দুপুর থেকে মানিক বাজার এলাকায় একটি পাগলা কুকুর ঘুরাফেরা করছিল এবং রবিবার বিকেল নাগাদ ওই পাগলা কুকুরটি মানিক বাজার ও শর্মা ক্যাম্প এলাকায় ছোট শিশু মহিলা সহ মোট ৯ জনকে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে। পরবর্তীতে আহতদের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা সম্মিলিত ভাবে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে আহত ওই ৯ জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে। অন্যদিকে, এলাকা সূত্রে জানা যায়,,, এলাকার লোকজন মিলে ওই পাগলা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে কুকুরের আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য।
কিন্তু, দীর্ঘ প্রায় ঘন্টা দুইয়েক ওই এলাকাগুলিতে চলে পাগলা কুকুরের এই তাণ্ডব। যদিও ততক্ষণে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে এই ঘটনার খবর পৌঁছে যাওয়ার কথা থাকলেও প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে কোন প্রকারের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা যায় এলাকা সূত্রে। ফলে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ কায়েম ছিল।