Home BREAKING NEWS শপথ নিলেন মুখ্যমুন্ত্রী ডাঃ মানিক সাহা, সাথে ৮ মন্ত্রী

শপথ নিলেন মুখ্যমুন্ত্রী ডাঃ মানিক সাহা, সাথে ৮ মন্ত্রী

by News On Time Tripura
0 comment
আগরতলা

আগরতলাঃ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দ্বিতীয় বিজেপি-আইপিএফটি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হয় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। দ্বিতীয়বারের মত শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে শপথগহণ করে ৮ কেবিনেট মন্ত্রী। মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন রতনলাল নাথ, প্রনজিত সিংহ রায়, সুশান্ত চৌধুরী, সান্তনা চাকমা, টিঙ্কু রায়, সুধাংশু দাস, বিকাশ দেব্বর্মা এবং আইপিএফটির শুক্লাচরণ নোয়াতিয়া।

মন্ত্রীসভার নতুন চার মন্ত্রী

You may also like