কৈলাশহরঃ- ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাত আটটা নাগাদ দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত দুই বিজেপি কর্মী। উল্লেখ্য ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যে পুনরায় বিজেপি সরকার গড়তে চলেছে। তারই সুবাদে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপি দলের কর্মী সমর্থকরা সংবাদে প্রকাশ আজ রাত আটটা নাগাদ ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুফান মিয়ার বাড়িতে বাজি পটকা ফুটিয়া আনন্দ উপভোগ করতে ছিলেন। অভিযোগ তখনোই একদল দুষ্কৃতীরা এসে মারপিট চালায় সোফান মিয়া এবং উনার ভাই অলি মিয়ার উপরে এত বড় গুরুতরভাবে আহত হয় অলি মিয়া এবং সুফান মিয়া স্থানীয়রা খবর পাঠায় কৈলাশহর থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ গিয়ে গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।