মিড ডে মিলের সরকারি চাল চুরির ঘটনায় উত্তপ্ত স্কুল চত্বর।পুলিশ চুরি যাওয়া চাল উদ্ধার করে তদন্তে নেমেছে।ঘটনা উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে,শনিবার সকাল ছয়টা নাগাদ বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মিড ডে মিলের অর্গেনাইজার আব্দুল মন্নান স্কুলের মিড ডে মিলের গোডাউন থেকে এক বস্তা চাল সাইকেল করে চুরি করে নিয়ে যাবার পথে তাকে বাঁধা দেন কিছু যুবক।সেই বাঁধাকে উপেক্ষা করে সেই চালের বস্তা বাড়িতে নিয়ে যায় অর্গেনাইজার।তখন চুরাইবাড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।সেই মুহূর্তে এলাকার স্হানীয় জনগণ স্কুলে ঝড় হতে থাকেন।স্হানীয়দের অভিযোগ মূলে পুলিশ অর্গেনাইজারের রান্না ঘর থেকে চাল সমেত বাইসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও পুলিশি আঁচ পেয়ে অর্গেনাইজার গা ঢাকা দেয়। এদিকে পুলিশ অর্গেনাইজারের বাড়িতে গেলে বাড়ির মহিলারা পুলিশের উপর আক্রমন চালায়।ঐ বাড়ির এক মহিলা কর্তব্যরত সাব ইন্সপেক্টরের আঙ্গুলে কামড় দিয়ে রক্তাক্ত করে।অপরদিকে স্কুলের কচিকাঁচা শিক্ষার্থী ও মিড ডে মিলের রাঁধুনিরা জানান, অর্গেনাইজার প্রায়শই মিড ডে মিলের চাল ডাল এভাবে চুরি করে বাড়িতে নিয়ে যায়।সাথে স্হানীয় জনগণ এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মিড ডে মিলের চাল ডাল চুরির ঘটনাটি আইনগত ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। পুলিশ জানিয়েছে ঘটনাটি শক্ত হাতে তদন্ত করছে।