কমলাসাগর বিধানসভার বিশালগড় থানাধিন পূর্ব চাম্পামুড়া এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা গোপাল চন্দ্র দেবনাথ শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে পরিবারের সকলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শেষ রাতে অর্থাৎ তিনটা নাগাদ গোপাল চন্দ্র দেবনাথ ঘর থেকে বের হয়ে দেখতে পায় ওনার বাড়ির পাশে রাবার বাগানে আগুন জ্বলছে। এই দৃশ্য দেখতে পেয়ে গোপাল চন্দ্র দেবনাথ চিৎকার শুরু করলে উনার পরিবারের অন্যান্যরা ঘর থেকে বের হয়ে তাদের রাবার বাগানে এবং তাদের গোয়াল ঘরে আগুন দেখতে পায় পরে তাদের পরিবারের সকলের চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে গোপাল চন্দ্র দেবনাথ এর গোয়াল ঘরে এবং রাবার বাগানের আগুন নিভানোর কাজে হাত লাগায় কবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। ব্যাপক দপ্তরের কর্মীরা ঘটরস্থলে দ্রুত ছুটে আসে। আজ হঠাৎ শনিবার সকালে গোপাল চন্দ্র দেবনাথ সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরেন এবং তিনি জানিয়েছেন গোটা বিষয়টি লিখিত আকারে বিশালগড় থানায় জানিয়ে অভিযোগ দায়ের করবেন। কিন্তু এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত দুষ্কৃতিকারীদের কাউকেই চিহ্নিত করতে পারেননি গোপাল চন্দ্র দেবনাথ। এই ঘটনার জেরে গোটা চাম্পামুরা এলাকায় জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।