Home BREAKING NEWS রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর। চার হাজার কোটির অস্ত্র সাহায্য বাইডেনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর। চার হাজার কোটির অস্ত্র সাহায্য বাইডেনের

by News On Time Tripura
0 comment

ইউক্রেনে সামরিক অভিযানের সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘বড় ভুল’। সোমবার কিভে ঝটিকা সফরে গিয়ে এই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘‘পুতিনের যুদ্ধ পরিকল্পনায় বিস্তর গলদ রয়েছে।’’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের পরে রুশ সেনার হামলা ঠেকাতে ৫০ কোটি ডলারের (প্রায় ৪,১৩৩ কোটি টাকা) অতিরিক্ত সামরিক সাহায্যের কথাও ঘোষণা করেন বাইডেন।তবে আকাশপথে রুশ হামলা ঠেকাতে কিভের তরফে এফ-১৬ যুদ্ধবিমান চাওয়া হলেও তা দেওয়া হবে কি না, সোমবার স্পষ্ট জানাননি বাইডেন। চতুর্থ প্রজন্মের এফ-১৬ বা সমগোত্রীয় ফাইটার জেট পেলে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যাবে বলে কিছু দিন আগেই জানিয়েছিল জ়েলনস্কি সরকার। প্রসঙ্গত, এর আগে ইউক্রেনের আবেদনের সাড়া দিয়ে আমেরিকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং আধুনিক ‘স্ট্রাইকার’ সাঁজোয়া গাড়ি দেওয়ার কথা জানিয়েছে।যুদ্ধের বর্ষপূর্তির আগে বাখমুট-সহ ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ শহর ঘিরে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। মূলত ডনবাস (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) এলাকায় নিরঙ্কুশ আধিপত্য কায়েম করতেই ভ্লাদিমির পুতিনের সেনার এই সক্রিয়তা বলে পশ্চিমি সংবাদমাধ্যমগুলির দাবি। এই পরিস্থিতিতে জ়েলেনস্কির আবেদনে সাড়া দিয়ে জরুরি ভিত্তিতে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং জ্বালানি তেল সরবরাহের জন্য গত সপ্তাহে বৈঠকে করে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য দেশগুলি।

You may also like