চড়িলামঃ চড়িলাম বিধানসভার উত্তর ব্রজপুর এলাকায় রবিবার দুপুরে একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের মোট ছয়জন কর্মী সমর্থক আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন কংগ্রেস দলের সমর্থক এবং একজন বিজেপি দলের মহিলা সমর্থক। ঘটনার বিবরণে জানা গেছে রবিবার বিশ্রামগঞ্জে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের জনসভায় যাওয়ার প্রস্তুুতি হিসাবে এলাকার লোক জমায়েত হয়েছিল উত্তর ব্রজপুরে। একই সময়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা ওই এলাকার ডোর টু ডোর প্রচারে বেরিয়েছিল লিফলেট বিলি করতে। তখন দুই দলের কর্মী সমর্থকরা কোন একটি বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এতে সুকান্ত সূত্রধর, অজিত দেবনাথ, অভিজিৎ দেবনাথ, পিন্টু দেবনাথ ও মিঠু দেবনাথ নামে কংগ্রেসের পাঁচ কর্মী গুরুতর জখম হয়। অন্যদিকে বিজেপি দলের ৯ নং ওয়ার্ডের বুথ সভাপতি রাজেশ দেবনাথের স্ত্রী রিঙ্কু দেবনাথ এর মাথায় গুরুত্ব আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই তাদের নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। কংগ্রেস দলীয় কর্মী সমর্থকদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেন। অন্যদিকে রিঙ্কু দেবনাথের মাথায় ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসার পর বিশালগড় মহিলা থানায় গিয়ে কয়েকজনের নাম ধাম দিয়ে মামলা দায়ের করেন। যতদূর খবর কংগ্রেসের পক্ষ থেকেও একটি পাল্টা মামলা দায়ের করা হয়েছে বিশালগড় থানায়। সব মিলিয়ে নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে চড়িলামের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে।