ধর্মনগরঃ বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ উত্তর জেলার ধর্মনগরে কংগ্রেস দলের প্রার্থীর সমর্থনে কালি দিঘীর পাড়ে এক নির্বাচনী জনসভা করলো কংগ্রেস ও সিপিআই(এম)।এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্ব আল্কালাম্বা,এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস দলের বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মণ,ধর্মনগরের কংগ্রেস দলের প্রার্থী চয়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই জনসভায় কংগ্রেস এবং সিপিআই(এম) দলের স্থানীয় নেতৃত্বরা তাদের বক্তব্য তুলে ধরেন। তাছাড়া এদিনের জনসভার প্রধান বক্তা, আল্কালাম্বা তার ভাষণে বিজেপি দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন,বিগত পাঁচ বছরে এই রাজ্যের মানুষের জন্য কি করেছে বিজেপি তা আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন। ত্রিপুরায় বিজেপি দল ক্ষমতায় এসে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দল সহ সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করেছে। বিজেপি সরকারের আমলে নিত্যদিন জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষ আর সহ্য করতে পারছেনা। তাই মানুষ এই বিজেপি সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার হিমাচলের মতো ত্রিপুরায় বিজেপি সরকারের পতন ঘটছে তা শুছু সময়ের অপেক্ষা। এদিন একই ভাবে বিজেপি দলকে আক্রমণ করেন সুদীপ রায় বর্মণ, তিনি বলেন,মানুষ বিজেপি সরকারের আমলে আর শ্বাস নিতে পারছেনা।একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। আগামী ১৬ ফেব্রুয়ারি এই রাজ্যের মানুষ বিজেপিকে নদীতে বিসর্জন দিতে যাচ্ছে। তিনি এদিন কংগ্রেস সহ সিপিআই(এম) দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন। এদিন এই মঞ্চে বিজেপি ছেড়ে ৪০ পরিবারের ১৭৪ ভোটার ও তৃনমূল কংগ্রেস ছেড়ে দুই পরিবার কংগ্রেস দলে সামিল হয়েছেন বলে জানান কংগ্রেস নেতৃত্বরা। পাশাপাশি এই জনসভায় সিপিআই(এম) দলের পক্ষে আইনজিবি সুভাষ রায় উপস্থিত ছিলেন।সাথে এদিন এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্ব আল্কালাম্বা।