তেলিয়ামুড়াঃ
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক উত্তাপ। এবার কংগ্রেস সিপিএম জোটের প্রচারসজ্জা নষ্টের অভিযোগ উঠল শাসক দলবিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সংবাদে প্রকাশ তেলিয়ামুড়া থানা ধিন মোহরছড়া ,কৃষ্ণপুর, হাওয়াই বাড়ি, এলাকায় শনিবার সকালে কংগ্রেস সিপিএম জোটের প্রচার-সজ্জা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে জোটের নেতৃত্বরা ছুটে যান।দেখা যায় রাস্তার পাশে ,জঙ্গলে ছড়িয়ে পড়ে আছে পতাকাগুলি।
খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থল গুলি পরিদর্শন করেন তেলিয়ামুরা থানার পুলিশ। এ বিষয়ে বলতে গিয়ে সিপিএম দলের নেতৃত্ব সুবীর সেন জানান আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দল তাদের পরাজয় নিশ্চিত জেনে রাতের আঁধারে এভাবে সিপিএম ও কংগ্রেস প্রার্থীর প্রচার সজ্জা নষ্ঠ করছে ।তিনি জানান এই বিষয়ে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন এর কাছে অভিযোগ জানিয়েছেন।
অপরদিকে হাওয়াই বাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেস দলের প্রচার সজ্জা নষ্ঠ করার অভিযোগ উঠেছে।
যদিও এভাবে প্রচার সজ্জা নষ্টের ঘটনায় নির্বাচনের পূর্বে রাজনৈতিক উত্তাপ যে বৃদ্ধি পাচ্ছে তা বলাই বাহুল্য।