Home VIDEO বাম-কংগ্রেসের প্রচারসজ্জা নষ্ট তেলিয়ামুড়ায়

বাম-কংগ্রেসের প্রচারসজ্জা নষ্ট তেলিয়ামুড়ায়

by News On Time Tripura
0 comment
তেলিয়ামুড়া

তেলিয়ামুড়াঃ

তেলিয়ামুড়ায় শাসক দলের দলীয় প্রচার সজ্জা নষ্টের অভিযোগ। ঘটনা শুক্রবার রাতের কোন এক সময় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের হাওয়াই বাড়ি এলাকায়।
উল্লেখ্য থাকে,, ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি দলের কর্মী সমর্থকেরা বিভিন্নভাবে প্রচারাভিযান চালাচ্ছে। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের হাওয়াই বাড়ি এলাকার ২৫ ও ২৭ নং বুথে বিজেপি দলের দলীয় পতাকা, ফ্যাস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল গোটা এলাকা। কিন্তু শুক্রবার রাতের কোন এক সময় কে বা কাহারা শাসক দল বিজেপি’র প্রায় দুইশত দলীয় পতাকা উপরে ফেলে দেয় ও ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী সাহা রায়ের ফ্যাস্টুন উপরে ফেলে দেয়। পরবর্তীতে ঘটনাটি শনিবার সকালে বিজেপি দলের কর্মী সমর্থকরা প্রত্যক্ষ করে।
এ প্রসঙ্গে বলতে গিয়ে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের হাওয়াই বাড়ি এলাকার বিজেপি কর্মী রঞ্জিত দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন,, কে বা কাহারা রাতের অন্ধকারে এই কাজ সংগঠিত করেছে।
তবে যাই হোক বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এ ধরনের ঘটনায় এলাকার শান্তিপ্রিয় পরিবেশ বিঘ্ন ঘটানোর জন্যই যে মূলত এরকম কাজ করা হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato