দিল্লিঃ
- সাত লক্ষ টাকা বার্ষিক আয় পর্যন্ত দিতে হবে না কর, ১৫ লক্ষ টাকা আয় পর্যন্ত কর কমালেন নির্মলা
- দাম বাড়ছে সিগারেটের। এ ছাড়া, মোবাইল, টিভির প্যানেল ইত্যাদির অন্তঃশুল্কে ছাড়া ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা করা হল ৩০ লক্ষ টাকা। এ ছাড়া পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রেও বিশেষ ছাড়।
- আদিবাসী এলাকার স্কুলে ৩৮,৮০০ শিক্ষক
- একলব্য মডেল আবাসিক স্কুল: আগামী তিন বছরে সাড়ে ৩ লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীর জন্য ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে। ঘোষণা করলে সীতারামন।
- আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি
- প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি বেড়ে হল ৭৯ হাজার কোটি টাকা।
- ২.৪ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ হল রেলের জন্য। জানালেন নির্মলা সীতারামন।
- মহিলাদের জন্য আনা হল স্বল্পসঞ্চয় প্রকল্প। ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫। নাম ‘মহিলা সম্মানপত্র’। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে।