Home BREAKING NEWS বিতর্কিত কেন্দ্র কৈলাশহর থেকে মনোনয়ন পেশ বিরজিত সিনহার

বিতর্কিত কেন্দ্র কৈলাশহর থেকে মনোনয়ন পেশ বিরজিত সিনহার

by News On Time Tripura
0 comment

কৈলাশহরঃ

2023 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ সকাল ১১ টা নাগাদ কৈলাশহর মহকুমা শাসক কার্যালয়ের রিটার্নিং অফিসার প্রদীপ সরকারের নিকট মনোনয়নপত্র জমা দিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী বিরজিৎ সিনহা আজকের এই মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়।

You may also like