বিলোনিয়াঃ
বিলোনিয়া মহাকুমার ঋষ্যমুখ বিধানসভা এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা দিলেন তিপরা মথা দলের প্রার্থীরা।
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিলোনিয়া মহাকুমা ৩৪ রাজনগর, ৩৭ঋষ্যমুখ বিধানসভার দুই কেন্দ্রের প্রার্থী পদ দাখিল করলো তিপরা মথা। সোমবার সকাল এগারোটা নাগাদ বিলোনিয়া এগ্রিকালচার অফিস এলাকায় দুই কেন্দ্রের কর্মী সমর্থকরা জড়ো হয় সেখান থেকে একটি সুসজ্জিত মিছিল শুরু হয়।মিছিল টি শুরু করে,দক্ষিণ মির্জাপুর স্কুল, কলেজ স্কয়ার গিরিধারী টিলা হয়ে ইংলিশ মিডিয়াম সংলগ্ন লিচু বাগানে এসে শেষ হয় সেখান থেকে তিপরা মথার প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে মহকুমা শাসকের অফিসে যায় এবং সেখানে মনোনয়নপত্র জমা দেয় মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিপরা মথার প্রার্থী অরূপ দেব সংবাদ সামনে আলোচনা রাখতে গিয়ে প্রত্যাশার সাথে বলেন এবারের বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা সরকার গঠন করবে পাশাপাশি তিপড়া মথা সরকারে আসলে জনগণের উন্নয়নের জন্য সর্ব ধরনের কাজ করে চলবে এদিনে ৩৭ বিধানসভা কেন্দ্রে প্রার্থী অরূপ দেব ও ৩৪ রাজনগর বিধানসভা কেন্দ্রের তিপড়া মথা প্রার্থী অভিজিৎ মালাকার মনোনয়নপত্র দাখিল করেন এই দিন।