Home VIDEO ১৬ দফা দাবি সনদের ভিত্তিতে কদমতলা‌ ব্লকে তৃনমূল কংগ্রেসের গন ডেপুটেশন

১৬ দফা দাবি সনদের ভিত্তিতে কদমতলা‌ ব্লকে তৃনমূল কংগ্রেসের গন ডেপুটেশন

by News On Time Tripura
0 comment
কদমতলা

কদমতলাঃ শুক্রবার বিকেলে সাড়ে তিনটা নাগাদ উত্তর জেলার জেলা এবং ৫৪ কদমতলা কুর্তি ব্লক তৃনমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে ষোল দফা দাবি সনদের ভিত্তিতে এক গন ডেপুটেশন প্রদান করা হয় কদমতলা ব্লকে।এদিন প্রথমে কদমতলা নটরাজ মুক্ত মঞ্চের সামনে থেকে সুবিশাল রেলী করে তৃনমূল কংগ্রেসের কর্মীরা গোটা কদমতলা বাজারের রাজ পথ কাঁপিয়ে কদমতলা ব্লক অফিসের সামনে এসে জড়ো হন। তারপর তাদের মধ্য থেকে এক প্রতিনিধি দল ষোল দফা দাবি দাওয়া নিয়ে ব্লক আধিকারিকের সাথে মিলিত হন। কিন্তু ব্লক আধিকারিক প্রনয় দাস অনুপস্থিত থাকায় ডেপুটেশনের প্রতিলিপি পঞ্চায়েত অফিসার মোঃ হেলাল উদ্দিন গ্রহন করে তাদের দাবি দাওয়া গুলি যথাযত পূরনের আশ্বাস দেন। এদিকে ডেপুটেশন শেষে ত্রিপুরা প্রদেশ তৃনমূল কংগ্রেসের সম্পাদক হাসিম তালুকদার জানান, তাদের ষোল দফা দাবি দাওয়া গুলি হলো- রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির বিশেষ বিবরন প্রদান,নারী নির্যাতন রোধ, বিধানসভার চা বাগান এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া, প্রধান মন্ত্রী আবাস যোজনার ডি লিস্টে ব্যাপক অনিয়ম ও ঘোটালা, বিধানসভা এলাকার গ্রামীণ রাস্তা তৈরীতে অনিয়ম, বিধানসভা এলাকায় ডিগ্রি কলেজ স্হাপন,বি এড কলেজ স্হাপন,১০৩২৩ চাকুরী বঞ্চিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা ইত্যাদি। তাছাড়া তিনি আরো বলেন,স্হানীয় বিধানসভা এলাকার সিপিআই (এম) বিধায়ক বিজেপির সাথে গোপন সমঝোতা করে দীর্ঘ পাঁচ বছর ধরে নিশ্চুপ হয়ে বসে আছেন।এর পূর্বেও কদমতলা কুর্তি ব্লক তৃনমূল কংগ্রেস বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্হানীয় ব্লকে ডেপুটেশন প্রদান করেছিল। জনগনের স্বার্থে আজ পুনরায় গন ডেপুটেশনে মিলিত হলো ব্লক তৃনমূল কংগ্রেস। তিনি বলেন,এই বিধানসভায় বিরোধীদের ভূমিকায় তৃনমূল কংগ্রেস।এদিনের গন ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃনমূল কংগ্রেসের সম্পাদক হাসিম তালুকদার, উত্তর জেলার জেলা সভাপতি বিমল নাথ, কদমতলা কুর্তি ব্লক সভাপতি স্বপন নাথ সহ কয়েক শত কর্মী সমর্থকরা।

You may also like