বিশালগড়: জনবিচ্ছিন্ন হচ্ছে বিজেপি ।। নিজেদের ভোটব্যাঙ্ক, এমনকি নিজেদের পরিবারের সদস্যদের কাছ থেকেও ভোটের বিশ্বাস করতে পারছে না বিজেপি। তাই আপনার ভোট হোক শান্তি, সম্মান এবং গনতন্ত্রের পক্ষে। বছরের প্রথম দিনেই শাসক দলের প্রতি কড়া বার্তা বিশালগড় সিপিএম মহকুমা সম্পাদক পার্থ প্রতীম মজুমদারের। নতুন বছরের প্রথম দিনে বিশালগড়ে লালসজ্জার প্রচারে আবারো শাসক দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল সিপিএম। ইদানিং কালে বিশালগড়ে দলীয় পতাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। রাতের আধারে সিপিএম এর পতাকা লাগানো এবং তারপর দিনের আলোতে পতাকা লাগাতে মন্ডল সভাপতির চ্যালেঞ্জ। এনিয়ে নির্বাচনের ঠিক প্রাক মুহুর্তে বিশালগড়ে দলীয় পতাকা লাগানোর লড়াই চলছে বলা যায়। আর এই লড়াইয়ে আরেকধাপ এগিয়ে রবিবার বিশালগড়ের নিউ মার্কেট, নিচের বাজার সহ বিভিন্ন এলাকায় দলীয় পতাকা লাগিয়ে নিজেদের সংগঠনের ক্ষমতার জানান দিল সিপিএম। সিপিএম বিশালগড় মহকুমা সম্পাদক জানান তারা বিশালগড়বাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। তার পাশাপাশি তিনি বলেন আগামী দিনে সিপিএম বিশালগড়ে আরও ব্যপক উদ্যমে নির্বাচনের ময়দানে নামবে। শাসকদলকে টার্গেট করে পার্থ প্রতীমের বক্তব্য বিগত ৫ বছর বিশালগড়বাসী নিজের হাতে ভোট প্রয়োগ করতে পারেনি। শুধুই ভোট লুট করে ক্ষমতায় টিকে রয়েছে শাসক দল। তাছাড়া তার বক্তব্য ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে বিজেপি। তারা তাদের ছায়াকে পর্যন্ত এখন বিশ্বাস করতে পারছে না। তাই আগামীদিনে শান্তি, সম্মান এবং গনতন্ত্রের পক্ষে বিশালগড়বাসীর ভোট চাইলেন পার্থ প্রতীম মজুমদার। (বাইট)
তবে একদিকে বিশালগড়ের মাঠ চষে বেড়াচ্ছেন বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি সুশান্ত দেব । তিনি তার বক্তব্যে জোড়াল দাবী করছেন ১০ হাজার ভোটের ব্যবধানে বিশালগড় থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করবে। আর অন্যদিকে বিরোধীদের দাবী জনবিচ্ছিন্ন হচ্ছে শাসকদল। তবে ২৩ এর নির্বাচনে রাজ্যের অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্র এই বিশালগড়ের রাজনৈতিক পরিস্থিতি আগামীদিনে কোন রূপ নেয় তাতে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর।