Home অপরাধ স্ত্রীর অশ্লীল ছবি ভাইরাল, গণধোলাই খেল স্বামী

স্ত্রীর অশ্লীল ছবি ভাইরাল, গণধোলাই খেল স্বামী

by News On Time Tripura
0 comment
শিবনগর, বিশালগড়

বিশালগড়: প্রথমে প্রেম, তারপর পালিয়ে বিয়ে। সাত মাস আগে বিশালগড়ের শিবনগর এলাকার যুবক কৌশিক বিশ্বাস একই এলাকার ভিন ধর্মের এক যুবতীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। যুবতীর বাবা পুলিশে কর্মরত হওয়ায় রাত থেকেই শুরু হয়েছিল খোঁজাখুঁজি। পরে ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় তাদের খুঁজে বের করা হলেও শিলচরে গিয়ে মন্দিরে বিয়ে সেরেছিলেন দুজনে। পরে যদিও প্রেমিক তথা স্বামীর হাত ছাড়তে চায়নি সেই যুবতী। পরিবারের আপত্তি থাকলেও কৌশিকের সাথেই ঘর বাঁধে সে। কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়া মাত্রই শুরু হয় বিপত্তি । ওই যুবতীর উপর শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ উঠতে থাকে কৌশিক সহ তার বাড়ির লোকেদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতায় সেই যুবতী ফিরে আসে তার বাবার বাড়ি। অভিযোগ তারপর থেকে শুরু হয় ব্ল্যাকমেইলিং। যুবতীর বিভিন্ন অশ্লীল ছবি ভাইরাল করে দিচ্ছে তার প্রেমিক কৌশিক । অভিযোগ শুক্রবার কৌশিক তার প্রেমিকাকে ফিরিয়ে নিতে ওই মেয়েটির বাবার বাড়িতে গিয়ে ওঠে।আর সেখানেই জনরোষে পড়ে কৌশিক। এলাকার পুরুষ মহিলা মিলে তার উপর বেধরক আক্রমণ করে। পরে বিশালগড় থানার পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

You may also like