Home VIDEO বিন্দাস অফিস কামাই করছে বাম মার্গীয় কর্মচারী নেতা

বিন্দাস অফিস কামাই করছে বাম মার্গীয় কর্মচারী নেতা

by News On Time Tripura
0 comment

সাব্রুমঃ

বাম মার্গ্রীয় এক সরকারি কর্মচারী বর্তমান রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য নিজের মর্জি মাফিক অফিস কামাই করে নিচ্ছেন।

এমনই এক ঘটনা ফুটে উঠলো সাব্রুম মহকুমা, সাব্রুম সাতচাঁদ এগ্রি সাব ডিভিশনের অন্তর্গত সাব্রুম মহাকুমা সিপিআইএম সরকারি কর্মচারী সমিতির অফিস সংলগ্ন সাব্রুম-আগরতলা সড়কের পাশে সরকারি বিএল ডাব্লিউ  সার-ঔষুধের অফিসটি অফিস ইনচার্জ নটন দে নিজের মর্জি মাফিক স্টোর অফিসে আসেন। সাব্রুম এলাকার কৃষকরা বহু দূর দুরান্ত থেকে চাষের জন্য সার-ঔষুধ ক্রয় করার জন্য প্রতিদিন স্টোরে ১০-টার সময় আসেন। কৃষকরা চাষের জন্য সার-ঔষধ নিতে দূরদূরান্ত থেকে নিতে এসে নাজেহালের শিকার হচ্ছেন। দীর্ঘ প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করার পর দুপুরের পরে বেলডব্লিউ নটন দে নিজের মর্জি মাফিক স্টোরে আসেন। সাব্রুমের‌ কৃষকরা বিএলডব্লিউর এই হেন কর্মকান্ড দেখে নাজেহালের শিকার হতে হচ্ছে প্রায় প্রতিদিনই। আর এ ব্যাপারে বিএল ডাব্লিউ নটন দের কাছ থেকে জানতে চাইলে তিনি না না হো অজুয়াত দেখান। কিছু কিছু কৃষকের অভিযোগ প্রায় সময়  দীর্ঘ ঘণ্টাকে ঘন্টা অফিস কক্ষের সামনে অপেক্ষা করার পর শেষমেশ আকাশ ছোঁয়া মূল্য দিয়ে বাজার থেকে স্যার-ঔষুধ ক্রয় করে নিয়ে যেতে হয় বাধ্যতামূলক চাষের জন্য। বিশেষ সূত্রে খবর জানা গিয়েছে, এই বাম মার্গ্রীয় সরকারি কর্মচারী নটন দে সাব্রুম বাজারের কিছু অসাধু সার-ঔষধের কমিশনের মারফতে মুনাফা তুলে দেওয়ার জন্য এর ফর্মুলা হাতে নিয়েছেন।

You may also like