সাব্রুমঃ বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্যের উপস্থিতিতে সাব্রুম সংঘটিত হয় বিজেপির সাংগঠনিক সভা। অদ্য রোজ ৩০শে ডিসেম্বর শুক্রবার ২০২২ ইংরেজি বেলা ১২ ঘটিকায় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য্য, সাংসদ বিপ্লব কুমার দেব এবং দক্ষিণ জেলা সভাপতি তথা ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর রায়ের উপস্থিতিতে ঋষি অরবিন্দ মিলনায়তনে সংঘটিত হয় বিজেপির উদ্যোগে এক সংগঠনিক সভা, উক্ত সাংগঠনিক সভায় আগামী পাঁচই জানুয়ারি সাব্রুম বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ এর উপস্থিতিতে যে বিজয় রথ যাত্রা সেই বিজয় রথ যাত্রার কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা হয় এদিনের সভায়, বিধায়ক শংকর রায় তার বক্তব্যে করণীয় কর্তব্য গুলি সম্বন্ধে ব্যক্ত করেন।