নতুন বাজারঃ অদ্য রোজ বৃহস্পতিবার 29 শে ডিসেম্বর 2022 ইংরেজি বিকাল 3 ঘটিকায় বনকুল নতুন বাজারে ত্রিপুরা মাথা দলের উদ্যোগে সংঘটিত হয় সভা,উক্ত সভায় উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সির ডেপুটি সি ই এম অনিমেষ দেববর্মা, এমডিসি দেবজিত ত্রিপুরা প্রমূখ, উক্ত সভায় গ্রেটার পিপল আইনের দাবিতে সরব হয় বক্তারা এবং 2023 এর বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা দলকে জয়যুক্ত করার আহ্বানো জানানো হয় এদিন।