Home VIDEO কৈলশহরে কংগ্রেসের সাংগঠনিক সভা

কৈলশহরে কংগ্রেসের সাংগঠনিক সভা

by News On Time Tripura
0 comment

কৈলাশহরঃ কৈলাশহর জেলা কংগ্রেসের উদ্যোগে আজ বুধবার ঊনকোটি কলা ক্ষেত্রে একদিনের কনভেনশন অনুষ্টিত হয় প্রথমে কৈলাশহর সার্কিট হাউসে এসে উপস্থিত হন অল ইন্ডিয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় কুমার। কৈলাশহর সার্কিট হাউস থেকে বাইক রেলির মাধ্যমে অল ইন্ডিয়া কংগ্রেস সম্পাদক অজয় কুমারকে কৈলাশহর ঊনকোটি কলাকে নিয়ে আসা হয়।। উনকোটি কলা ক্ষেত্রে অল ইন্ডিয়া কংগ্রেস সম্পাদক অজয় কুমারকে কৈলাশহর জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জমান উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। এরপর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজীৎ সিনহা কে ফুল এবং উত্তরীয় এ দিয়ে সংবর্ধনা জানান। এরপর অল ইন্ডিয়া কংগ্রেস সম্পাদক অজয় কুমার  প্রদীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আজকের এই এক দিবসীয় কনভেনশনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় কুমার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজীৎ সিনহা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া এডভোকেট হরেকৃষ্ণ ভৌমিক ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি সুশান্ত চক্রবর্তী ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ। আজকের এই কনভেনশনে বিশাল সংখ্যক এর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato