Home VIDEO শাসক দলের পঞ্চায়েত সদস্য সিপিআই (এম) দলে যোগদান

শাসক দলের পঞ্চায়েত সদস্য সিপিআই (এম) দলে যোগদান

by News On Time Tripura
0 comment
কদমতলা

কদমতলা: ত্রিপুরা বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ উর্দুমুখী হচ্ছে। শাসক দল বিজেপি সহ বিরোধী দল সিপিআই (এম), কংগ্রেস মরিয়া হয়ে নির্বাচনী মাঠকে আঁকড়ে ধরছে। গোটা রাজ্যের সাথে উত্তর জেলায় বিধানসভা নির্বাচন নিয়ে উভয় রাজনৈতিক দলের হেভিওয়েট নেতৃত্বরা কোমর বেঁধে মাঠে ঘুরে বেড়াচ্ছেন। বর্তমানে কদমতলা কুর্তি ও বাগবাসা বিধানসভা কেন্দ্র বাদ দিলে বাকি চারটি বিধানসভা শাসক দল বিজেপি ও শরিক দল আইপিএফটির দখলে। কিন্তু ৫৮ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিধায়িকা মলিনা দেবনাথের কেন্দ্রে সিপিআই(এম) দল শাসক শিবিরে ভাঙ্গন তৈরি করছে। মঙ্গলবার সন্ধ্যায় চারুবাসা এলাকায় এক যোগদান সভার মধ্য দিয়ে সাত পরিবারের চব্বিশ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে সিপিআই (এম) দলে সামিল হয়েছেন বলে জেলা সিপিআইএম নেতৃত্বের দাবি। এদিন যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাসের ঘনিষ্ঠ তথা ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য রামানুজ দাস সহ পাঁচ পরিবার লাল ঝান্ডার নিচে সামিল হন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরন করে নেন সি,পি,আই (এম) রাজ্য কমিটির সদস্য তথা উত্তর জেলার জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত। তাছাড়া এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য অজিত কুমার দাস, কৌশিক চক্রবর্তী, উজ্জলা দাস,শৈলেন্দ্র চন্দ্র নাথ প্রমুখ। এদিনের যোগদান সভায় উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, বর্তমান সরকার মানুষকে শোষন করেছে।এই সরকারের আমলে নয় থেকে নব্বই বয়সের মা বোনেরা ধর্ষিতা হয়েছেন,খুন হয়েছেন।এই সরকার তাদের ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পরিপুর্ণ করতে পুরোপুরি ব্যার্থ।তাই বাধ্য হয়ে বিজেপি দলের বিভিন্ন পদাধিকারী থেকে শুরু করে তৃনমূল স্তরের কর্মীরা স্বদল ত্যাগ করে সিপিআই (এম) দলে যোগ দিচ্ছেন।আর তার জলজ্যান্ত উদাহরণ বিজেপি দলের পঞ্চায়েত সদস্য সিপিআই(এম) দলে যোগদান। পাশাপাশি এদিনের যোগদান সভায় সিপিআই (এম) দলের কর্মী সমর্থকদের উপস্থিতও ছিল চোখে পড়ার মতো।

কদমতলা

You may also like