গন্ডাছড়াঃ রাজ্যের উপমুখ্যমন্ত্রী হাত ধরে ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার মুকুটে বেশ কয়েকটি পালক যুক্ত হলো শুক্রবার। শুক্রবার গন্ডাছড়া মহকুমায় বেশ কয়েকটি প্রকল্পের শুভ সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব্বর্মন। এদিন বেলা একটায় হ্যালিকোপটার যোগে গন্ডাছড়ায় পৌঁছান উপমুখ্যমন্ত্রী । হেলিপ্যাঁড থেকে উপমুখ্যমন্ত্রী সোজা চলে যান মহকুমার ব্লকটিলায় অবস্থিত আর ডি ডিভিশন কার্যলয়ে। ফিতা কেটে আর ডি ডিভিশন অফিসের দ্বারোদ্ঘাটন করার পর উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব্বর্মা পৌঁছান বহু প্রতিক্ষিত মহকুমার হরিপুর এলাকায় অবস্থিত বিদ্যুৎ অফিসে। মঞ্চে একে একে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী যিষ্ণু দেব্বর্মা, বিধায়ক পরিমল দেব্বর্মা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ রাজ্য বিদ্যুৎ দপ্তরের একঝাঁক কর্মকর্তা। মঞ্চে অতিথিদের রিষা এবং ফুলের তুরা দিয়ে সম্মান জানান সংশ্লিষ্টরা। এরপরই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ফলক উন্মোচন এবং নারিকেল ভেঙে বেশ কয়েকটি কর্মসূচির শুভ সূচনা করেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব্বর্মা।উক্ত অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী যিষ্ণু দেব্বর্মার হাত ধরে একশো বত্রিশ কে ভি আমবাসা -গন্ডাছড়া ট্রান্সমিশন লাইন, একশো বত্রিশ কে ভি আমবাসা সাব -স্টেশন লাইন এবং তেত্রিশ কে ভি গন্ডাছড়া সাব-স্টেশন -এর উদ্বোধন হয়ে গেল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বিগত চৌদ্দ বছর অক্লান্ত প্রচেষ্টার পর গন্ডাছড়া মহকুমাবাসীর স্বপ্ন পূরণ হলো বলে মতামত ব্যক্ত বক্তারা।উদ্বোধকের ভাষনে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী যিষ্ণু দেব্বর্মা বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।