কোয়াইফাং এডিসি ভিলেজের গভীর জঙ্গলথেকে উদ্ধার এক ব্যক্তির পঁচাগলা মৃতদেহ।
শান্তিরবাজার : ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কোয়াইফাং এডিসি ভিলেজের অবিন্দ্র পাড়ার বাসিন্দা হেমন্ত ত্রিপুরা ( ৩৭ ) গত ২০ শে ডিসেম্বর বাঁশ কাটার উদ্দ্যেশ্যে বাড়ীথেকে বেরহয়। পরবর্তীসময় হেমন্ত ত্রিপুরা আর ঘরেফিরেনি। অবশেষে বৃহস্পতিবার রাত্রিবেলায় জঙ্গলে মৃতদেহের খোঁজ পায় এলাকাবাসী। ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযায়। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়াহবে। হেমন্ত ত্রিপুরার অস্বাভাবিক মৃত্যুর কারন জানতে পুলিশ একটি মামলা হাতেনিয়ে তদন্তে নেমেছেন। এই অস্বাভাবিক মৃত্যুর বিরবন জানিয়ে শুক্রবার সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলেধরলেন বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস। হেমন্ত ত্রিপুরার অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।