ধর্মনগর : বিদ্যুৎ এর ছেঁড়া তারের সংস্পর্শে প্রান গেলো এক নাবালকের। মৃত নাবালকের নাম সাব উদ্দিন।ঘটনা উত্তর জেলার ধর্মনগর থানাধীন পূর্ব হুরুয়া গ্রামপঞ্চায়েতের এক নং ওয়ার্ডে।জানা গেছে, বুধবার রাত থেকে পূর্ব হুরুয়া এলাকার একটি বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। যথারীতি এলাকাবাসী থেকে খবর দেওয়া হয় নতুন বাজার বিদ্যুৎ দপ্তর অফিস সহ লাইন মেনদের। অভিযোগ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও সারাইয়ে কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।যার মর্মান্তিক পরিণতি ঘটে এক নাবালকের মৃত্যু দিয়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ স্হানীয় এলাকার তেরা মিয়ার চৌদ্দ বছরের নাবালক ছেলে সাব উদ্দিন বাড়ির প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে বাজারে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন আশপাশের লোকজন ঘটনাটি পত্যক্ষ করলে নাবালকের পরিবারের লোকজনদের খবর দেয়।খবর পেয়ে পরিবারের লোকজন নাবালককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ।পুলিশ পরিবারের লোকজন ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে। অপরদিকে স্বজন হারা পরিবারটি বিদুৎ দপ্তরের স্হানীয় কর্মীদের বিরুদ্ধে একরাশ অভিযোগ ছুঁড়ে ঘটনার ন্যায় বিচারের আর্জি জানিয়েছেন। এখন দেখার বিষয় পুলিশি গোটা ঘটনার কি ব্যবস্থা গ্রহণ করে।বাইট•••।