আগরতলা ঃ
কেন্দ্রীয় সভাপতির সামনে শক্তি প্রদর্শন করল প্রদেশ যুব মোর্চা। বুধবার দুই দিনের রাজ্য সফরে এলেন ভারতীয় জনতা যুবমোর্চা রাষ্ট্রিয় সভাপতি তেজশ্বী সুর্য। বিমানবন্দর থেকে এক বিশাল জনসভার মধ্য দিয়ে রাষ্টিয় সভাপতিকে স্বাগত জানাল প্রদেশ যুব মোর্চা কর্মীরা। আর বিমানবন্দর থেকে ফেরার পথে গাড়ির উপর দাড়িয়েই প্রদেশ সভাপতি নবাদল বনিকের নেতৃত্বে যুবমোর্চার জোশকে সালাম করলেন রাষ্ট্রিয় সভাপতি।
এই মুহুর্তে তেজশ্বী সুর্যের রাজ্য সফর এবং আগামী বিধানসভা নির্বাচন যথেষ্ঠ তাতপর্য বহন করে। আগামী বিধানসভা নির্বাচনে বিজপির প্রধান হাতিয়ার যে যুবমোর্চা হতে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই। স্বভাবতই দলের সবকয়টি মোর্চার মধ্যে যুব মোর্চার জোশকে কাজে লাগাতে চাইছে বিজেপি। আর আগামী বিধানসভা নির্বাচনে নবাদল বনিকের নেতৃত্বে যুবমোর্চার তুফান আসবে বলে ইঙ্গিত দিয়ে গেলেন তেজশ্বী সুর্য।
তারই সাথে রাজ্যে ক্রমবর্ধমাণ নেশার রমরমা এবং এর বিরুদ্ধে দলের স্ট্যান্ড নিয়ে প্রতিক্রিয়া রাখেন তেজশ্বী সুর্য। নেশা সামগ্রী বাজেয়াপ্ত, ধ্বংস এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কনভিকশন রেট বৃদ্ধির তথ্য তুলে ধরে এই বিষয়ে সরকারের ভুমিকাও স্পষ্ট করেন তিনি । দুদিনে রাজ্যে একাধিক সাংগঠনিক সভা এবং উচ্চ পদস্থ বৈঠকে অংশ নেবেন তিনি । নির্বাচনের ঠিক আগ মুহুর্তে যুবমোর্চাকে চাঙ্গা করতে এই সফর যথেষ্ঠ তাৎপর্যপুর্ন বলে মনে করছেন রাজনৈতিক মহল।