Home অপরাধ এলাকা নিয়ে দ্বন্দ্বে পুলিশ, ক্ষুব্ধ জনতার পথ অবরোধ

এলাকা নিয়ে দ্বন্দ্বে পুলিশ, ক্ষুব্ধ জনতার পথ অবরোধ

by News On Time Tripura
0 comment
সোনামুড়া, ত্রিপুরা

সোনামুড়া ঃ  পুলিশের সামনে দাঁড়িয়েই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা সড়ক অবরোধ করে বসে।  ঘটনার বিবরণে জানা যায় সিপাহীজাল জেলার সোনামুড়া বটতলী দরগাহ এলাকায় বাইক  দুর্ঘটনায় আহত হয় দীপক কোমর নামে বহিরাজ্যের এক যুবক।  সে একজন কাপড় বিক্রেতা, BR30V 1488 নাম্বারে একটি বাইক নিয়ে সোনামুড়া থেকে মেলাঘরে যাওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, তখন  স্থানীয়রা ফায়ার সার্ভিসকে কল দিলে ঘটে বিপত্তি, স্থানীয়ারা প্রথমে মেলাঘর ফায়ার সার্ভিসকে খবর দিলে , ফায়ার সার্ভিস কর্মীরা বলে এইটা তাদের এলাকায় নয়, পরে খবর দেওয়া হয় সোনামুড়া ফায়ার সার্ভিসে। আশ্চর্যের বিষয় হল তারাও বলে এটা তাদের এলাকা নয়,পরে মেলাঘর এবং সোনামুড়া থানায় ফোন করলেও একইভাবে সীমানা ভাগাভাগি করে থানা কার্তৃপক্ষ।  যার ফলে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা পথ অবরোধ করে বসে বটতলী দরগাহ এলাকায়।  ঘটনাটি মঙ্গলবার ৭টা নাগাদ, যদিও দীর্ঘ সময় পর সোনামুড়া থানার পুলিশ এসে ঘটনা স্থলে উপস্থিত হয়।  পুলিশের সামনে পুলিশের বিরুদ্ধে সরব হয় স্থানীয়রা। অন্যদিকে থানায় গাড়ি না থাকায় দেরি হয়েছে বলে দাবি করেন পুলিশবাবু। তবে এই ঘটন এই এলাকায় নতুন নয়। বিভিন্ন সময় এই ধরনের সমস্যায় পরতে হয় স্থানীয়দের ।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato