উদয়পুর ঃ যতই চলছে অভিযান ততই ছড়াচ্ছে নেশার জাল। এ যেন না শেষ হবার মত এক গোলকধাঁধা, যা এ রাজ্যের সাধারন মানুষের বোধগম্য হচ্ছে কিনা কে যানে। যাই হোক আরও একটি অভিযানে সাফল্য ত্রিপুরা পুলিশের। উদয়পুরের রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে গর্জি পাউড়ামুড়া এলাকায় প্রসেনজিৎ দেবনাথ নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৭৯৫০টি কফ সিরাপ উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩২ লক্ষ টাকা । এই অভিযানে ওসির সাথে ছিলেন আর কে পুর থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস, সাহিন আহমেদ সহ পুলিশ জওয়ানরা ।