বিশালগড় ঃ বর্তমান রাজ্য সরকারের একটি বহুল প্রচলিত স্লোগান হলো “নেশা মুক্ত ত্রিপুরা”। কিন্তু বর্তমানে নেশা মুক্ত হওয়াতো দূরের কথা , একাংশ নেশা কারবারী সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে অবৈধ নেশার রমরমা বাণিজ্য। আর যার ফলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। এবার বিদ্যালয়ের সামনে নেশার রমরমা ব্যাবসা, ঘটনা বিশালগড় থানার অন্তর্গত রাস্তারমাথা এলাকায়। যদিও বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সোমবার রাতে রাস্তারমাথা স্থিত একটি বেসরকারি স্কুলের সামনে তপন চক্রবর্তী নামে এক ব্যাক্তির দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ ও শব্দ বাজি উদ্ধার করে এবং গ্রেফতার করা হয় অভিযুক্ত নেশা কারবারী তপনকে। অভিযোগ বিগত বহুদিন ধরেই তপন চক্রবর্তী রাস্তারমাথা স্থিত তার নিজ দোকানে বিলেতি মদ থেকে শুরু করে বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। যার ফলে এলাকার যুব সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছিল, আর তখনই বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে তপন চক্রবর্তীর দোকান থেকে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে আটককৃত তপন চক্রবর্তী বিশালগড় থানার পুলিশ এর হেফাজতে রয়েছে।