উদয়পুর ঃ ভালবাসা ব্যর্থ পরিনতিতে বিষপান করে আত্মহত্যা করল এক নাবালক । ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর দাসপাড়া এলাকায় অজিত নট্ট দাসের ছেলে অভিজিৎ নট্ট দাস, বয়স ১৭। সে এলাকারই এক মুসলিম সম্প্রদায়ভুক্ত নাবালিকা মেয়ের ভালোবাসা লিপ্ত হয়। পরে তাঁর বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে অভিজিতের সাথে ব্রেকআপ করে মেয়েটি । আর এই যন্ত্রনা সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় নাবালক । বিষপান করে বাড়িতে আসিলে বড়ির লোকেরা বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ নিয়ে আসে গোমতি জেলা হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে রেফার করা হয় রাজধানীর জিবি হাসপাতালে। পরে সোমবার সন্ধ্যায় জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে অভিজিৎ । মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পরে আত্মীয় সজন।