Home অপরাধ রাজ্যে তিন স্থানে “ইডি” হানা, প্রেস রিলিজ

রাজ্যে তিন স্থানে “ইডি” হানা, প্রেস রিলিজ

by News On Time Tripura
0 comment
ED Press Release

আগরতলা ঃ মানি লন্ডারিং এবং এনডিপিএস মামলায় প্রচুর পরিমাণে গাঁজা পাচার সহ বিশাল অংকের টাকার অবৈধ লেনদেনকে কেন্দ্র করে গত ১৫ ডিসেম্বর বিশালগড়ের বিজয় পাল সহ আগরতলার সুজিত সরকার এবং পরেশ চন্দ্র রায়ের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে ১৯শে ডিসেম্বর একটি প্রেস রিলিজ জারি করে ইডি। সেখানে উল্লেখ করা হয় অভিযান কালে দুই কোটি টাকার ব্যালেন্সের ব্যাংক একাউন্ট, এফডি, ইনসিওরেন্স পলিসি সহ বিভিন্ন কাগজপত্র বাজেয়াপ্ত করা হয় তিন অভিযুক্তের বাড়ি থেকে।

You may also like