আগরতলা : সোমবার রাতে রাজধানীর দুর্জনগর এলাকায় বাসিন্দা সাগর বর্ধন এর বাড়ি থেকে পারমিতা পাঠারী নামে ২১ বছরের এক নার্সিং পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জানা যায় সোমবারে ওই নার্সিং পড়ুয়া ছাত্রীর পরীক্ষা ছিল। এরই মধ্যে দুপুর অব্দি ঘরের দরজা না খোলার কারণে বাড়ির মালিকের বিষয়টি নিয়ে সন্দেহ হয়, পরে বাড়ির মালিকের তরফ থেকে দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর এলাকায় তার বাবাকে বিষয়টি জানানো হয় । ছাত্রীর বাবা ভাড়াবাড়িতে ছুটে এসে ঘরের দরজা ভেঙে পারমিতা পাটারীর ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায়। এরই মধ্যে পশ্চিম মহিলা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান ময়নাতদন্তের জন্য। জানা যায় ওই নার্সিং পড়ুয়া ছাত্রীর এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল। কোন একটি বিষয় নিয়ে ছেলেটির সঙ্গে বিবাদ সৃষ্টি হয়, তারপরেই ওই ছাত্রীটি ফাঁসিতে আত্মহত্যা করে বলেই তার সহকর্মীদের কাছ থেকে জানা যায়। মহিলা থানার পুলিশ জানান ময়নাতদন্তের পর ঘটনার সত্যতা বেরিয়ে আসবে । জানা যায় পারমিতা পাটারী বাড়ি বাইখোরা থানার অন্তর্গত মহুরিপুর এলাকায় এবং দীর্ঘদিন যাবত দুর্জনগর এলাকায় ওই বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা করত সে।