Home ত্রিপুরা ২৫ পরিবারের ৭৫ সংখ্যালঘু ভোটার বিজেপিতে শামিল

২৫ পরিবারের ৭৫ সংখ্যালঘু ভোটার বিজেপিতে শামিল

by News On Time Tripura
0 comment
বিশালগড়, ত্রিপুরা

বিশালগড় ঃ বিশালগড়ে চষে বেড়াচ্ছে বিজেপি মন্ডল সভাপতি। একদিকে যখন বিরোধীরা সময়ের অপেক্ষা করছে অন্যদিকে নিজেই নিজের সময় বানাচ্ছেন সুশান্ত। ২০১৮-র বাম বিরোধী ঝড়েও বিশালগড়ে বাম দুর্গ অজেয় রেখেছিলেন বর্তমান বিধায়ক ভানু লাল সাহা। আর তার পেছনে একটা উল্লেখযোগ্য ভুমিকা নিয়েছিল বিশালগড়ের সংখ্যালঘু অংশের ভোটাররা। আর এবার সেই টার্গেটেই হানা দিচ্ছে বিজেপি। দুর্গানগরে সফল জনসভার পর এবার বিশালগড়ের পশ্চিল লক্ষীবিল এলাকার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় খুঁটি গাড়লেন বিজেপি মন্ডল সভাপতি সুশান্ত দেব। ৩২ ও ৩৪ নং বুথের ২৫ পরিবারের ৭৫জন সংখ্যালঘু অংশের মানুষ এদিন বিজেপি পতাকাতলে যোগদান করল। নবাগতদের দলে বরণ করে নেন মন্ডল সভাপতি। নবাগতরা প্রত্যেকেই বিরোধী সিপিএম নয় কংগ্রেস সমর্থক ছিলেন ।

You may also like