Home ভারত ভারত জোড়ো যাত্রায় রাহুলের সাথে হাঁটবেন কমল হাসান

ভারত জোড়ো যাত্রায় রাহুলের সাথে হাঁটবেন কমল হাসান

by News On Time Tripura
0 comment
file photo

দিল্লি – ভারত জোড়ো যাত্রায় এবার যোগ দেবেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান । তাঁর দল মাক্কাম নিধি মাইয়ামের তরফে এমনটাই জানানো হয়েছে। জানা যাচ্ছে, ২৪ ডিসেম্বর কমল রাহুলের সঙ্গে হাঁটবেন ভারত জোড়ো যাত্রায়। ওই দিন কংগ্রেসের যাত্রা প্রবেশ করবে রাজধানী দিল্লিতে।

গত বছর রাজনৈতিক আঙিনায় প্রবেশ করেছিলেন কমল। যদিও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে কোয়েম্বাটুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে বিজেপির ভানাথি শ্রীনিবাসনের কাছে ১৫৪০ ভোটে হার মানতে হয়েছিল তাঁকে। তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল ১৫৪ আসনে। কমলের পাশাপাশি তাঁর দলের কোনও প্রার্থীই জয়ের মুখ দেখেননি। এই পরিস্থিতিতে ভারত জোড়ো যাত্রায় কমলের অংশ নেওয়ার কথা শোনা যাওয়ায় ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, হয়তো শতাব্দী প্রাচীন কংগ্রেসের সঙ্গে ভবিষ্যতে জোট বাঁধার কথা ভাবছে মাক্কাম নিধি মাইয়াম।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato