ডবল ইঞ্জিন সরকারই উন্নয়নের দিশারী। এমনই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার ত্রিপুরার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তাই ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ”ত্রিপুরা উন্নয়নের সঠিক দিশাতেই এগিয়ে চলছে। স্বচ্ছ প্রশাসন চলছে। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ভাল কাজ করছে ত্রিপুরা সরকার।”
জাতীয় সড়ক নির্মাণকাজে উল্লেখযোগ্য কাজ করে চলেছে ত্রিপুরা সরকার। সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী ত্রিপুরা সরকারের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেছেন। ছোট্ট রাজ্য হিসেবে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য। মুখ্যমন্ত্রী বদলের পর রবিবারই প্রথম ত্রিপুরায় (Tripura)এলেন প্রধানমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে পাশে বসিয়ে তাঁকে ‘বন্ধু’ বলেও সম্বোধন করেন মোদি। আর প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তৈরি হয় নতুন জল্পনা।