Home BREAKING NEWS ইউনূসের বাংলাদেশে আরো এক হিন্দু হত্যা..! তিন সপ্তাহে এনিয়ে পঞ্চম ঘটনা

ইউনূসের বাংলাদেশে আরো এক হিন্দু হত্যা..! তিন সপ্তাহে এনিয়ে পঞ্চম ঘটনা

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্ট:

আবারও বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যা। এনিয়ে তিন সপ্তাহে পঞ্চম হিন্দু হত্যাকাণ্ড বাংলাদেশে। বাজারে প্রকাশ্যে গুলিবিদ্ধ করে মারা হল রানা প্রতাপকে। যশোরের কপালিয়া বাজারে অরুয়া গ্রামে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। বছর পঁয়তাল্লিশের রানা মনিরামপুর এলাকার বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর সন্তান। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে পরিবেশ উত্তপ্ত হতে শুরু করে। দ্রুত মণিরামপুর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশের কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ২৯ বছরের যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২৫ বছরের দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর শরীরে। শেষদিনে খোকন দাস নামের এক হিন্দু ব্যক্তিকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে উন্মত্ত জনতা। দিনদুয়েক পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এরও আগে ময়মনসিংহের ভালুকায় খুন হন বজেন্দ্র বিশ্বাস। একটি পোশাক কারখানার ভেতরে নিরাপত্তকর্মীর দায়িত্বে ছিলেন তিনি। এক সহকর্মী নিরাপত্তাকর্মী ৪২ বছরের ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ।

You may also like