Home BREAKING NEWS ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’র উদ্বোধন করলেন মোদী, কাশ্মীরে ছুটবে বন্দে ভারত

‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’র উদ্বোধন করলেন মোদী, কাশ্মীরে ছুটবে বন্দে ভারত

by News On Time Tripura
0 comment

কাশ্মীরঃ

‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’ অঞ্জী ব্রিজের উদ্বোধন করলেন মোদী। তাঁর সঙ্গেই ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীও। জাতীয় পতাকা হাতে সেতুর উপর দিয়ে হাঁটলেনও মোদী। জম্মু-কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন মোদী। চেনাব সেতুর পর কাটরা স্টেশন  থেকে দু’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে প্রধানমন্ত্রী। বিশ্বের বাকি অংশের সঙ্গে এ বার রেলপথে জুড়ল কাশ্মীর। মাত্র তিন ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর পৌঁছে যেতে পারবেন পর্যটকেরা

You may also like