Home BREAKING NEWS ছত্তীসগঢ়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল আরও এক মাওবাদী নেতার

ছত্তীসগঢ়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল আরও এক মাওবাদী নেতার

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

আরও এক মাওবাদী নেতার মৃত্যু। মাথায় ইনাম ছিল ৪০ লক্ষ টাকা। আবারও ছত্তীসগঢ়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল মাওবাদী নেতা নর সিংহচলম ওরফে সুধাকরের। বৃহস্পতিবার ছত্তীসগঢ়ের বিজাপুরে মৃত্যু অন্যতম মাওবাদী শীর্ষনেতা সুধাকরের। তিনি মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার নামে ৪০ লক্ষ টাকার পুরষ্কারের ঘোষনা ছিল। দীর্ঘ দিন ধরেই তাঁর খোঁজে ছিল কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। তবে এই খবর এখনো  সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।

You may also like