
উত্তরপ্রদেশঃ
এবার স্বামীর চকারি হাতিয়ে নিতে স্বামীকে খুন করল স্ত্রী। প্রেমিকের সাথে মিলে স্বামীকে খুন করে তার চাকরি হাতিয়ে নিতে পরিকল্পনামাফিক কাজ করে স্ত্রী। স্বামী রেলে কাজ করেন। উত্তরপ্রদেশের বিজনৌরে স্বামীকে খুনের অভিযোগ শেষে গ্রেপ্তার হতে হয় স্ত্রীকে। পুলিশ সূত্রে খবর, স্বামীর রেলের চাকরি পেতে তাঁকে খুন করার পরিকল্পনা করেছিলেন মহিলা। স্বামীর মৃত্যু হলেই সেই চাকরি তিনি পাবেন, এই আশায় প্রেমিককে সঙ্গে নিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। মৃতের নাম দীপক কুমার। আর অভিযুক্ত স্ত্রীর নাম শিবানী। ঘটনার পর শিবানী ফোন করে দীপকের বাড়িতে জানায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দীপকের। কিন্তু দীপকের হৃদরোগ সংক্রান্ত কোন সমস্যা ছিল না। তাই তারা সন্দেহ প্রকাশ করতেই দীপকের মৃতদেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দীপকের। তার পরই পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দীপকের পরিবার। সেই অভিযোগ পেয়ে শিবানীকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে বিয়ের আগে থেকেই অন্য এক জনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই বধূর। দীপক রেলে কাজ করেন এটা জানার পর তাঁকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর মনে অন্য অভিসন্ধি ছিল। আর সেই পরিকল্পনা মাফিক দীপকের সাথে বিয়ে করে পরে তাকে খুন করে চাকরি পেতে চেয়েছিল শিবানী। কিন্তু শেষ রক্ষা হল না।