
পাঞ্জাবঃ
আইফোনের জন্য বন্ধুকে খুন করল বন্ধু ! রেল লাইন থেকে উদ্ধার কিশরের মৃতদেহ। ঘটনার অন্তত পাঁচ দিন পরে দেহটি শনাক্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা পঞ্জাবের পটিয়ালার। গত ২৫ মার্চ পাঞ্জাবের নভজোৎ সিংহ নিজের ১৭ বছরের জন্মদিনের পার্টিতে আমন্ত্রন জনায় বন্ধুদের। তার পরের বন্ধুদের সঙ্গে হরিদ্বার ঘুরতে যাচ্ছে। সেখান থেকে আর বাড়ি ফেরেনি নভজোৎ।
এর কয়দিন পর তার দেহ মিলে রেল লাইনে। দেহ শনাক্তের পর ওই কিশোরের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় আমনজোৎ নামের এক বন্ধুকে। অভিযোগ, সে’ই নভজোৎকে খুন করেছে। আমঞ্জোত জানায়, নভজোতের কাছে একটি আইফোন ১১ ছিল। সেটি নিয়ে আমনজোতের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। বন্ধুকে খুন করে ফোনটি নিয়ে নেয় অভিযুক্ত। এই কাজে আরও এক বন্ধু তাকে সাহায্য করেছিল। অমনজোতের কাছ থেকে নভজোতের আইফোন উদ্ধার করে পুলিশ।