
পশ্চিমবঙ্গঃ
রাজ্যের ১০৩২৩ এর মতই পশ্চিমবঙ্গে চাকরি গেল ২৫,৭৫৩ জনের । ২০১৬ সালের পশ্চিমবঙ্গে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। সুপ্রীম কোর্টের রায়ে বলা হয়েছে প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ২৬ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা বাদ যাবেন, তাঁদের বেতন দিতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফেরত যেতে পারবেন। ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। বুধবার এই মামলায় চূড়ান্ত রায়দান করে শীর্ষ আদালত। এর ফলে ২৫,৭৫৩ জনের চাকরি যায়।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষনে বলা হয় যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয়, তাঁরা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানে কাজ করবেন। ‘ফ্রেস সিলেকশন’ প্রসেস হবে। এই ‘ফ্রেস সিলেকশন’ প্রসেসের কাজ তিন মাসের মধ্যে শেষ করতে হবে। অবৈধ শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে। নতুন করে পরীক্ষায় বসতে পারবেন চাকরি প্রাপকরা।