
ডেস্ক রিপোর্টঃ
ভারতের জাতির পিতাকে অসম্মান করল রাশিয়ার এক ব্যবসায়িক প্রতিষ্ঠান।
রাশিয়ার মদের বোতলে জ্বলজ্বল করছে মহাত্মা গান্ধীর ছবি। সাথে রয়েছে উনার নাম এবং সই ! সমাজমাধ্যমে এই চাঞ্চল্যকর ছবি ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় জোড় সমালোচনা। আর ভারতে বিতর্ক ছড়িয়ে পরতেই অবশেষে মুখ খুলল রাশিয়ার সেই মদ প্রস্তুতাকারী কোম্পানী।
ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথীর নাতি সুপর্ণ শতপথী সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন। তাতে দেখা যাচ্ছে, দু’টি বিয়ারের বোতলের গায়ে সাঁটা স্টিকারে মহাত্মা গান্ধীর ছবি আঁকা। ছবিটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, মদপ্রস্তুতকারী সংস্থাটি রাশিয়ার। পরে শুরু হয় দুই দলের মধ্যে প্রশাসনিক আলোচনা।
সেই বিতর্কের মধ্যে দেশের এক জাতীয় সংবাদমাধ্যমকে রাশিয়ার সেই মদ প্রস্তুতকারী কোম্পানী জানিয়েছে, কাউকে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না। মদের বোতলে গান্ধীজির ছবির জন্য বছরখানেক আগেই তারা ক্ষমা চেয়ে নিয়েছিল। ভারতীয় দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সেই সময়। তখনই তারা গান্ধীর ছবি দেওয়া মদের বোতলের উৎপাদন বন্ধ করে দেয়। এখনও কিছু বোতল বাজারে রয়ে গিয়েছে। সেগুলি যাতে শিগগিরিই বাজার থেকে সরিয়ে ফেলা হয়, তা তারা নিশ্চিত করবে। তারা আরো জানায় গান্ধীজিকে তারা পছন্দ করে। তারা শুধুই শ্রদ্ধা জানাত চেয়েছিল। ভারতবাসীর প্রতি আমাদের সম্মান রয়েছে। এই ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও ইজ়রায়েলে একই ঘটনা ঘটেছিল।