
ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রীর সফল আমেরিকা সফর এর পরেও অপমানিত ভারত। দেশজুড়ে এত বিতর্কের পরে দ্বীতিয় দফায়ও শেকলে বেধেই ভারতীয়দের পাঠাল আমেরিকা। শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এবারো হাতকড়া-শিকলে বেধেই তাদের দেশে পাঠানো হল। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধ নিবাসী দাবি করেছেন, তাঁদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। বিরোধী দল কংগ্রেস হাতে শেকল বেধে দেশজুড়ে আন্দোলন করেছে। এই আন্দোলন দেখা গেছে রাজ্যেও। তবে এরমধ্যে রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সফল সাক্ষাতের পর অনুমান করা হচ্ছিল আমেরিকা এমনটা হয়তো আর করবে না, কিন্তু শনিবার রাতে দ্বিতীয় দফায় আবারো একই ঘটনার পুনরাবৃত্তিতে হতাশ ভারতীয় অভিবাসীরা। তবে এই ক্ষেত্রে মহিলা শিশুদের ছাড় দেওয়া হয়।