Home BREAKING NEWS ভ্যালেন্টাইন ডে’তে প্রপোজ..! রাজি না হওয়ায় তরুনীর সাথে নৃশংসতা

ভ্যালেন্টাইন ডে’তে প্রপোজ..! রাজি না হওয়ায় তরুনীর সাথে নৃশংসতা

by News On Time Tripura
0 comment

অন্ধ্রপ্রদেশঃ

ভ্যালেন্টাইন ডে’তে তরুনীকে প্রেম প্রস্তাব দেয় এক যুবক। তরুণী রাজি না হওয়ায় তার সাথে নৃসংশতা। ‘প্রতিশোধ’ নিতে গিয়ে ছুরি দিয়ে কোপানোর পর তরুণীর গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। ১৪ই ফেব্রুয়ারী ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার পেরামপল্লিতে। প্রত্যক্ষদর্শীরা জানায় কলেজে আসার পর তাদের দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে যুবকটি সেখানেই মেয়েটির সাথে এই নৃসংশ ঘটনাটি সংগঠিত করে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু নিজে। আহত তরুণীর চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato