Home BREAKING NEWS এবার বার্ড ফ্লু’র আতঙ্ক ! ৫ লক্ষ মুরগির মৃত্যু ।

এবার বার্ড ফ্লু’র আতঙ্ক ! ৫ লক্ষ মুরগির মৃত্যু ।

by News On Time Tripura
0 comment

অন্ধ্রপ্রদেশঃ

এবার আতঙ্ক বার্ড ফ্লুর। অন্ধপ্রদেশে ক্রমশই বাড়ছে বার্ড ফ্লু-র আতঙ্ক। সরকার কর্তৃক চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। জানা যায় রাজ্যের সাতটি গ্রামের মুরগির খামারে এই সংক্রমণ ছড়ায়। তার মধ্যে পাঁচটিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। রাজ্যের এনটিআর জেলার গামপালাগুড়েমে, পশ্চিম গোদাবরীর ভেলপুরু এবং এলুরু জেলার বাদামপুড়ির এলাকায় ছড়িয়ে পরেছে এই সংক্রমন। ঐ এলাকাগুলিকে ‘কনটেনমেন্ট জ়োন’ ঘোষণা করেছে সরকার। এপর্যন্ত রাজ্যে প্রায় সাড়ে ৫ লক্ষ হাঁস এবং মুরগির মৃত্যু হয়েছে। দেড় লক্ষ মুরগিকে মেরে ফেলা হয়েছে। প্রতিবেশি রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে।

You may also like