Home BREAKING NEWS Prayagraj Accident : এবার কুম্ভে যাওয়ার পথে দূর্ঘটনা ! ১০ পুণ্যার্থীর মৃত্যু প্রয়াগরাজে, আহত ১৯..!

Prayagraj Accident : এবার কুম্ভে যাওয়ার পথে দূর্ঘটনা ! ১০ পুণ্যার্থীর মৃত্যু প্রয়াগরাজে, আহত ১৯..!

by News On Time Tripura
0 comment

প্রয়াগরাজঃ

মহাকুম্ভকে ঘিরে দুর্ঘটনা যেন লেগেই আছে। এবার মহাকুম্ভে যাবার পথে ভয়াবহ যান দূর্ঘটনায় দশ জনের মৃত্যুর খবর। একটি বাসের সাথে চার চাকার প্রাইভেট গাড়ির সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় গাড়িটি। তাতে ১০ জন ছিল যারা মহাকুম্ভে যোগ দিতে যাচ্ছিল বলে খবর।জানা যায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় জখম বাসে থাকা আরও অন্তত ১৯ জন। আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করেছে সরকার। শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকেই ছত্তীসগঢ়ের বাসিন্দা। উত্তরপ্রদেশে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করবেন বলে মহাকুম্ভের উদ্দেশে রওনা দিয়েছিলেন। যে বাসটির সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হয়, তাতেও পুণ্যার্থীরা ছিলেন। পুণ্যস্নানের পর কুম্ভ থেকে পুণ্যার্থীদের নিয়ে মধ্যপ্রদেশের রাজগড়ের দিকে যাচ্ছিল বাসটি। বাসের যাত্রীরাও আহত হয়েছেন। ১৯ জনকে ভর্তি করানো হয়েছে রামনগরের হাসপাতালে। দূর্ঘটনাটি ঘটে মির্জ়াপুর-প্রয়াগরাজ জাতীয় সড়কের উপর।

You may also like